কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য চুয়াডাঙ্গার ২১টি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিংএ বিনামূল্যে লবন সরবরাহ

স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবন সরবরাহ করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাদ্রাসা ও লিল্লাহ বোর্র্ডিং এ লবন সরবরাহ করা হয়। জেলার ৪ উপজেলার ২১টি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং, এতিমখানার অনুকূলে সরকার কর্তৃক প্রদত্ত ৩৬.৩ মেট্রিক টন (৫০ কেজির ৭২৬ বস্তা) লবণ বিনামূল্যে প্রদান করা হয়। সরবরাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিসিকের উপ-পরিচালক আনিসুজ্জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান। এ বিষয়ে বিসিকের উপ-পরিচালক আনিসুজ্জামান বলেন, সরকার চামড়া শিল্পকে চাঙ্গা করার জন্য নানামুখি উদ্যোগ নিয়েছে। তারই আলোকে আগামী ৩ মাস চামড়া বিদেশে রফতানীর করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারনে কাচা চামড়া সংরক্ষণের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। চামড়া ৩-৪ ঘন্টার মধ্যে লবন দিতে হবে। তা না হলে চামড়ার গুনগত মান নষ্ট হয়ে যায়। চামড়া সংরক্ষণ করলেই কাচা চামড়ার থেকে দ্বিগুন মূল্য বেশি পাওয়া যাবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *