স্টাফ রিপোর্টার
দেশপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের ব্যুরো চীফ শাকিল আহম্মেদেও নামে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হয়ে এ জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, আমি মোঃ আসলাম হোসেন (২৭), পিতা-আনোয়ার হোসেন, সাং-গুলশানপাড়া, থানা- ও জেলা-চুয়াডাঙ্গা থানায় আসিয়া বিবাদী ১। শাকিল আহম্মেদ (২৮), দেশপ্রিয়, অনলাইন নিউজ পোর্টাল, চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ, পিতা-অজ্ঞাত, সাং-পারকৃষ্ণপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করার আবেদন করিতেছি যে, গত ১৯/০৫/২০২৫ তারিখ উক্ত বিবাদী দেশপ্রিয়, অনলাইন নিউজ পোর্টাল এর সাইটে আমার নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করে। নিউজ লিংক ওয়েব সাইটে রয়েছে। যার কোন ভিত্তি নাই এবং এর সাথে আমি কোন ভাবেই জড়িত নই। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ প্রচারের পূর্বে আমার অথবা জেলা প্রশাসনের কারো সাক্ষাৎকার বা মন্তব্য নেওয়া হয়নি। উক্ত সংবাদ প্রচার করার কারণে আমার চলার পথে সম্মানহানির সৃষ্টি করেছে এবং জনমনে আমার বিরুদ্ধে মিথ্যা ধারণা সৃষ্টি করেছে। যাহা আমার পরবর্তী ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে। বিধায় উপরোক্ত বিষয়টি আমি নিয়ে আমার পরিবারের লোকজনের সহিত আলোচনা করে থানায় আসিয়া একখানা অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অতএব, মহোদয় উপরোক্ত বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করিতে একান্ত মর্জি হয়। বিষয়টি তদন্তের জন্য এস আই রকিবুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।