স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ ও তীব্র শীত প্রশমনে ব্যবস্থা গ্রহন বিষয়ক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি তাপপ্রবাহ ও শীত প্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি, সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার। সেমিনারের সঞ্চালনা দায়িত্ব পালন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। বক্তরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই সেমিনার আয়োজন করা হয়েছে।
চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ ও তীব্র শীত প্রশমনে সচেতনতামূলক সেমিনার
