প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস

স্টাফ রিপোর্টার
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসাইন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ।
কংগ্রেসে স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির লক্ষ্য ছিল গ্রামীণ কৃষি ও পুষ্টি খাতে টেকসই রূপান্তর, নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ। সভায় বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা হবে, কৃষকদের আয়ের পথ প্রসারিত হবে এবং পুষ্টি ঘাটতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে। কর্মসূচিতে চুয়াডাঙ্গার প্রান্তিক কৃষক ও কৃষক-কৃষাণীরা সরাসরি অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক-নির্দেশনা দেন।
এছাড়াও পার্টনার কংগ্রেসে জানানো হয়, কৃষক সেবা কেন্দ্র হবে পিএফএস কৃষক-কিষাণীদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক সেবাধর্মী উন্নয়নমূলক প্রতিষ্ঠান। পিএফএস-এ গঠিত ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি দ্বারা প্রতিটি কৃষক সেবা কেন্দ্র পরিচালিত হবে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। এতে বিভিন্ন অঞ্চলের যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার হবে। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন বলেন, “কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। তিনি আরও বলেন, “এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়। উপজেলায় ৪২টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে। এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, সমবায় অফিসের সরকারি পরিদর্শক সাহারুল ইসলাম, মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রাকিব মাহমুদ প্রমুখ।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো আধুনিক কৃষি পদ্ধতির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের দক্ষতা উন্নয়ন করা। এতে কৃষকদের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ফসলের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। কৃষকদের উদ্বুদ্ধ করা হয় যাতে তারা ভালো ফসল উৎপাদন করতে সক্ষম হন। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন, যা কৃষি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আলমডাঙ্গায় ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। এতে বিভিন্ন অঞ্চলের যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার হবে। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন বলেন, “কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। তিনি আরও বলেন, “এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়। উপজেলায় ৪২টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে। এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, সমবায় অফিসের সরকারি পরিদর্শক সাহারুল ইসলাম, মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রাকিব মাহমুদ প্রমুখ।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো আধুনিক কৃষি পদ্ধতির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের দক্ষতা উন্নয়ন করা। এতে কৃষকদের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ফসলের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। কৃষকদের উদ্বুদ্ধ করা হয় যাতে তারা ভালো ফসল উৎপাদন করতে সক্ষম হন। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন, যা কৃষি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, পিএফএস, ননপিএফএস এর একশত সদস্যদের নিয়ে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে এই পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের পাটনার কংগ্রেসের মনিটরিং অফিসার মো সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো আল সাবাহ্, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার।
সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার।
জীবননগর কৃষি অধিদপ্তরের কর্মকর্তা পাভেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা আলমগীর হোসেন, যশোর অঞ্চলের পার্টনার ডিএই সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা সমবায় অফিসার নূর আলম , মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।
সময় আলোচকরা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সরল কৃষকদের শ্রমের বিনিময়ে আজ বাংলাদেশ কৃষিতে উন্নতি হয়েছে, কিভাবে আধুনিক পদ্ধতিতে কৃষকের কৃষি কাজের উন্নতি করা যায়, ফসলি জমির মাটি কেটে কৃষি জমি কমে যাচ্ছে, তা কিভাবে প্রতিরোধ করা যায়, কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান করে কিভাবে কৃষি জমি সম্প্রসারণ করা যায়, উন্নত বীজের ম্যধমে উন্নত ফসল উৎপাদন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়, আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। এতে বিভিন্ন অঞ্চলের যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার হবে। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয় ।
জীবননগর উপজেলায় ১৪টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে, এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য রয়েছে। অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দসহউপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষনার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *