চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় পুলিশ সদস্যদের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা
পুলিশ সুপার কর্মশালায় বলেন- “একজন সুস্থ পুলিশ সদস্য মানেই একটি নিরাপদ সমাজ। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের পেশাগত দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, এছাড়াও বিশেষ আলোচক ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের জেলা নজরদারী মেডিকেল অফিসার ডা.সাদিয়া হক সূচনা।
আলোচকবৃন্দ পুষ্টির গুরুত্ব, খাদ্যাভ্যাসের প্রভাব এবং মানসিক চাপ মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ধরনের উদ্যোগ চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। তাঁরা কর্মশালায় অংশ নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা, খাদ্যভ্যাস উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন ও তাৎক্ষণিক সমাধানও পান।
কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১, ডিএসবি, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *