আন্দুলবাড়িয়া কলেজে শিক্ষার মানোন্নয়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি:
জীবননগরের আন্দুলবাড়িয়া কলেজে শিক্ষার মানোন্নয়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে কলেজ এসেম্বিলিতে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজ গর্ভনিং কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে কলেজে শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামুলক সমস্যাবলী, উত্তরন ও উন্নয়নে বক্তব্য তুলে ধরেন অধ্যক্ষ এনায়েতুল হক। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ফজলুর রহমান খান, প্রভাষক বাবুল হোসেন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক এমাজ উদ্দিন আহম্মেদ, প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক হাফিজুর রহমান ও প্রভাষক জামিল হোসেনসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও প্রশাসনিক শৃংঙ্খলা ফিরিয়ে শিক্ষার্থীবৃদ্ধি ও অভিভাবক সমাবেশসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *