চুয়াডাঙ্গায় সমাজকল্যাণ কমিটি কর্তৃক দরিদ্র ব্যক্তি ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ৯ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক দরিদ্র ব্যক্তিদের আর্থিক সহায়তা ও অতিদরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ৯ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ্এ আর্থিক অনুদানের টাকা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ পরিষদ তহবিলের অনুকূলে ২০২৪-২০২৫ অর্থ বছরের মোট ৩৩৯ জন ব্যক্তির মাঝে নয় লাখ পয়ত্রিশ হাজার আটশত টাকা আর্থিক সাহয্যে প্রদান করা হয়। চিকিৎসাখাতে তিনটি ক্যাটাগরিতে ৫ লাখ ৫৭ হাজার টাকা এবং শিক্ষাখাতে দুটি ক্যাটাগরিতে ৩ লাখ ৭৮ হাজার টাকা।
চিকিৎসাখাতে এ ক্যাটাগরিতে ৮২ জনকে ৩৫০০ টাকা করে মোট ২ লাখ ৮৭ হাজার টাকা, এ (বিশেষ) ক্যাটাগরিতে ২ জনকে ৪১৫০ টাকা করে মোট ৮ হাজার ৩০০ টাকা এবং বি ক্যাটাগরিতে ১০৫ জনকে ১ হাজার ৫০০ টাকা করে মোট ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।
শিক্ষাখাতে এ ক্যাটাগরিতে ৭৮ জনকে ৩ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৪ হাজার টাকা এবং বি ক্যাটাগরিতে ৭২ জনকে ২ হাজার টাকা কওে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক অনুদান বিতরণে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, অধ্যাপক সিদ্দিকুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক ও মুখপাত্র তামান্না খাতুন, সমাজসেবা সহকারী পরিচালক আবু তালেব, সমাজসেবা কর্মকর্তা সাঈদ হাসান এবং শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, শিক্ষা ও চিকিৎসাখাতে ৩৩৯ জনের মাঝে নয় লাখ পয়ত্রিশ হাজার আটশত টাকা আর্থিক অনুদান নগদ টাকা প্রদান করা হলো। যারা অনুদান পাচ্ছেন, তারা জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ড জমা দেবেন এবং স্বাক্ষর করে টাকা গ্রহন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *