দর্শনা থানার নেহালপুর ইউনিয়ন কৃষ্ণপুর বাজারে সাধারণ সভায় মোঃ রুহুল আমিন

স্টাফ রিপোর্টার
দর্শনা থানার নেহালপুর ইউনিয়ন জামায়াতের উদ্দ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ইউনিয়ন আমির লিটন মল্লিকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর ও চুয়াডাঙ্গা-০২ আসনের এমপি প্রার্থী মোঃ রুহুল আমি
প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, আমরা বিগত ৫৪ বছর ধরে বিভিন্ন ভাবে শাসন দেখেছি নেতার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, সংবিধানের পরিবর্তন দেখেছি কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আমরা আগামী দিন ভাগ্যের পরিবর্তন দেখতে চাই। তাই আমাদের এখন একটাই স্লোগান সব দল দেখা শেষ আগামী দিন জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওঃ আজিজুর রহমান, দর্শনা থানা আমির মাওঃ রেজাউল করিম, মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সদস্য মাওঃ আবুজার গিফারী, জেলা মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারী হাফেজ মাওঃ আব্দুল খালেক আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা বাইতুল মাল সম্পাদক সিরাজুল ইসলাম, থানা ইউনিট সদস্য আরাফাত হোসেন, নেহালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল গনি, যুব বিভাগের সভাপতি হাফেজ সোহেল ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তানজিম ইসলাম নাসিম, ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য হাজী নুরুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারী হাসিবুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *