অনলাইন ডেস্ক
সরকারি নিয়োগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জমা নেওয়া বাধ্যতামূলক করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি বাধ্যতামূলক করার বিষয়টি জনপ্রশাসন সংশ্লিষ্ট আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত হোক, সেটাও চায় কমিশন। বুধবার নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর। তিনি জানান, সরকারি চাকুরির কারণ দেখিয়ে বিপুল সংখ্যক মানুষের জাতীয় পরিচয়পত্রের তথ্যে বড় ধরনের সংশোধন করতে হচ্ছে ইসির। নিয়োগের সময়ে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আবেদন নেওয়া হলে ওই বিড়ম্বনা কমবে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়সহ ২৭টি মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে চাকুরির আবেদনে এনআইডি বাধ্যতামূলক কেন করা দরকার, তার পক্ষে আটটি যুক্তি তুলে ধরে ইসি। ওই বৈঠকের আলোচনার বিষয় জানাতে মঙ্গলবার এ সংবাদ সম্মেলন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।
এসএম হুমায়ুন কবীর আরও বলেন, আমরা যাদের এনআইডির তথ্য সংশোধন করে থাকি, তাদের মধ্যে বিরাট একটি অংশ সরকারি চাকরিজীবী। আগে তারা ভাউচারের মাধ্যমে বেতন পেতেন। কিন্তু এখন আইবাসের মাধ্যমে এনআইডির ভিত্তিতে বেতন হয়। কোনো কোনো অফিস চাকুরির তথ্যের সঙ্গে এনআইডি ঠিক না হলে বেতন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে বলেছে। এটা তাদের রুটি-রুজি, বেতন-ভাতা, সন্তানাদিদের ভরণ-পোষণ ইত্যাদির সঙ্গে জড়িত। কিন্তু অনেকের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করা যায় না, আবার নিষ্কৃতিও দেওয়া যায় না। এই অবস্থা এড়াতে সব সংস্থা যেন নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে সেই অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে যারা এনআইডিকে গুরুত্ব দেয়নি, আমরা তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে ডেকেছিলাম। তাদের বলেছি, আইনে এনআইডির ব্যবহার বাধ্যতামূলক আছে, আইবাসেরও আছে। তাই সব সংস্থা যেন ভবিষ্যতে এনআইডি অনুসরণ করে, সেটা আমরা চেয়েছি।
নিয়োগের ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করার বিষয়টি আইনি কাঠামোতে বাধ্যতামূলক করা হবে কী না- এমন প্রশ্নের জবাবে এসএম হুমায়ুন কবীর বলেন, এরইমধ্যে এটা একটা আইনি কাঠামোর মধ্যে আছে। জনপ্রশাসনের নিয়োগের ক্ষেত্রে এসএসসির সনদ বেশি গুরুত্ব দেওয়া হয়। এনআইডির বিষয়ে জনপ্রশাসনের আইনে সংশোধনের বিষয়ে আমরা উদ্যোগ নেব। নিয়োগের ক্ষেত্রে এনআইডি আমলে নেওয়ার তথ্য সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়ার জন্য তাদের আমরা অনুরোধ করেছি।