মেহেরপুর অফিস
কোরবানি ঈদকে সামনে রেখে চামড়া সংরক্ষণের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) বেলা ১১ টায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে এ লবণ বিতরণ করা হয় ।
গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ লবণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কোরবানী ঈদে কিভাবে চামড়া সংরক্ষণ করা যায় এবং পশু জবাই করে কিভাবে চামড়ার মান ভালো রেখে সংরক্ষণ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে গাংনী নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুত্তালিব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ধানখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু, সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা খাতুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এতিমখানার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।