সাপাহারে পূবালী ব্যাংক পিএলসি-এর ৫০৯তম শাখার উদ্বোধন

তোফায়েল আহমেদ , সাপাহার নওগাঁ প্রতিনিধি:

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নওগাঁর সাপাহার নিউমার্কেটে পূবালী ব্যাংক পিএলসি-এর ৫০৯তম শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ জুন) দুপুর সাড়ে ১২টায় সাপাহার ব্যাংকপট্টি নিউ মার্কেটের ২য় তলায় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবাস্থাপক মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক, আবু জাফর রকিবুল্লাহ ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম শাহ্ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী,সাপাহার বাজার আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রাহক, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে, উপ মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম বলেন, পূবালী ব্যাংক পিএলসি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং সাপাহার বাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক সাপাহার শাখার যাত্রা করছে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান। পরিশেষে তিনি ব্যাংকের কার্যক্রমকে সাফল্য মন্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *