স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাভাষীকে জনকে পুশইন করেছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত ১টার দিকে বিএসএফ জোর করে তাদের বাংলাদেশে ঢেলে দেয়। পরে বিজিবি অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে। এছাড়াও বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হ
৫৮ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার গভীর রাত ১ টার দিকে বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেহগনী বাগানের মধ্যে হতে ১০ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। বিএসএফ জোর করে তাদের বাংলাদেশ সীমানায় পুশইন করে। পরে নায়েক মোঃ মশিয়ার রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা কওে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন ও ৫ জন শিশু। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
এদিকে শুক্রবার রাত ২টার দিকে মাধবখালী বিওপি’র মেইন পিলার-৭১/এমপি হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ আমির হোসেন এর আমবাগানের মধ্যে হতে হাবিলদার শ্রী ভবতোষ কুমার বিশ্বাস এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৪ বোতল ফেন্সিসিলসহ মোঃ টুটল হোসেন টিটুকে (২৯) আটক করা হয়। তার বাড়ি জীবননগর উপজেলার রাজাপুর গ্রামে। পিতার নাম মোঃ আব্দুল আজিজ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/২-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের মাঠে মোঃ দেলোয়ার হোসেন এর বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার কামরুজ্জামান মল্লিক এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ০৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফপৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
