আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মসজিদ মিশন ও উলামা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কালিদাসপুর ইউনিয়নের একটি মসজিদে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমির আসাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিদাসপুর ইউনিয়ন মসজিদ মিশনের সভাপতি নূর ইসলাম।
সভায় বক্তারা ইসলামি মূল্যবোধ রক্ষা, সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মসজিদভিত্তিক কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম সমাজ ও জামায়াতের কর্মী-সমর্থকেরা সভায় অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কালিদাসপুরে জামায়াতের মসজিদ মিশন ও উলামা পরিষদের সভা
