আইটেম গানে কোমর দলালেন মুমতাহিনা টয়া

বিনোদন ডেস্ক

সিনেমা বা ওয়েব ফিল্মে দেখা যেতো আইটেম গান। সেই ধারা পরিবর্তন হতে শুরু করেছে ধীরে ধীরে। এবার নাটকেও দেখা যাবে আইটেম গান।

ঈদের বিশেষ নাটক ‘মন বদল’ এ একটি আইটেম গানে কোমর দলাতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়াকে৷ মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে প্রধান দুই চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনীকে।

নাটকের গল্পে দেখা যাবে যমজ বোন জারা ও সারার জীবনের গল্প। এতে দুই বোনের চরিত্রে একাই অভিনয় করেছেন তটিনী। যমজ বোনের বিপরীতে তরুণ চিকিৎসক আদিল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। যার সঙ্গে জারার বোন সারার বিয়ে চূড়ান্ত।

নাটকটি নিয়ে নির্মাতার ভাষ্য এমন, ‘এটি পারিবারিক ক্লাইমেক্সের গল্প। যমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটা এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন। তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে। গল্পটা প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে যমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। থাকছে আইটেম গানের বিশেষ চমকও!’

নির্মাতা-প্রযোজক পক্ষ জানায়, এতে যমজ বোনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তটিনী। বিশেষ চমক হিসেবে থাকছেন মুমতাহিনা টয়া। যাকে পাওয়া যাবে আইটেম গানের সঙ্গে জমকালো নাচের আয়োজনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *