দর্শনা অফিস
দর্শনা নিমতলি ও রাজাপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ফেনসিডিল গাজা ও ইয়াবা টেবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে কোন আসামী আটক করতে পারেনি
জানা যায়, বিজিবির মহেষপুর ৫৮ ব্যাটালিয়ন এর অধিন দর্শনা নিমতলি বিজিবি ক্যাম্পের হাবিলদার এস এম মজনু মিয়ার নেতৃত্বে রাত ৮ টার দিকে ঈশ্বরচন্দ্রপুর মাঠের একটি পাট ক্ষেতের মধ্যে থেকে ৯ হাজার ২০ পিস ইয়াবা টেবলেট এবং রাজাপুর বিজিবি ক্যাম্পের সৈনিকেরা স্থানীয় মাধবখালি মাঠ থেকে ২৯৭ বোতল ফেনসিডিল ২ কেজি গাজা ও ৯০ কেজি পেয়ারা উদ্ধার করেছে। তবে এসব মাদকের সাথে জড়িত কোন মাদককারবারিকে আটক করতে পারেনি।
বিজিবির পৃথক অভিযানে ইয়াবা গাজা ফেনসিডিল উদ্ধার
