মহেশপুরের পলিয়ানপুর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার, চোরাকারবারী পলায়ন

স্টাফ রিপোর্টার
মহেশপুর পলিয়ানপুর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে ভারতে পাচারের সময় বৃহত এ সোনার চালানটি উদ্ধার করা হয়। তবে চোরাকারবারী হামিদুল মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। আটক সোনার বারের মূল্য ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬শ টাকা।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলিয়ানপুর বিওপির সদস্যরা ঘটনার সময় গ্রামের পূর্বপাড়া এলাকার আজিজুল এর গোডাউনের সামনে টহল দিচ্ছিল। এ সময় পলিয়ানপুর গ্রামের আনচান আলীর ছেলে হামিদুল (৩৮) মোটরসাইকেল যোগে যাচ্ছিল। বিজিবির সদস্যরা তাকে থামার সংকেত দিলে হামিদুল দ্রুত মোটরসাইকেল ও তার কোমওে বাধা কস্টেপ পেচানো পোটলা ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। পরে বিজিবির অফিসার ও অন্যন্যা সদস্যদের উপস্থিতিতে কস্টেপ পেচানো পোটলা খুলে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৭৭.৭১ গ্রাম । উদ্ধারকৃত মোটরসাইকেলসহ সোনার বাজার মূল্য ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬শ টাকা। পলাতক আসামী হামিদুলের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ আদালতের মাধ্যমে ঝিনাদহ সরকারি জেলা কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *