সরোজগঞ্জ প্রতিনিধি
সরোজগঞ্জের বাজার পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমেদ(৩৭) সড়ক দুর্ঘটনায় দীর্ঘ ৪৪ দিন ঢাকা পিজি হাসপাতালে আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মৃত্যু হয়েছে। রাসেল আহমেদ সরোজগঞ্জ বাজার পাড়ার মানোয়ার হোসেন জান্টুর ছেলে। বিবাহিত জীবনে ১ টি মেয়ে সন্তান আছে।
রাসেলের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে আজ বুধবার যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদ্রাসায় সকাল ১০ ঘটিকার সময়।
উল্লেখ্য ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টার দিকে ইজি বাইকের ধাক্কায় আহত হন প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেওয়া হলে সদর হাসপাতালে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন দীর্ঘ ৪৪ দিন ঢাকা পিজি হসপিটালে আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দেড়মাস চিকিৎসাধীন থাকার পর সরোজগঞ্জের ব্যবসায়ী রাসেলের মৃত্যু
