মুজিবনগরে ১৫ শিশুসহ ৩০ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসকল নারী, পুরুষ ও শিশুদের নেওয়া হয়েছে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে। মঙ্গলবার (২৭ মে) ভোরে সীমান্তের কাটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের ভিতরে ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছে আটককৃতরা। আটককৃতদের মধ্যে ৭জন পুরুষ, ৮ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। তাদের দাবী তারা সকলে বাংলাদেশের নাগরিক
আটককৃদের কয়েকজন জানান, অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। আটককৃতদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। পরে বিএসএফ তাদেরকে নিয়ে আসে মুজিবনগর সীমান্তে। সময় সুযোগ বুঝে মঙ্গলবার ভোরে আনন্দবাস সীমান্তের ১০১ নম্বর পিলারের কাছে ২০ নম্বর গেট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন জানান, ভোরে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া ৩০ জনকে বিজিবি আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে। তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে পরর্বতীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *