আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী, ২ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজরিত আটচালা ঘর প্রাঙ্গনে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। পরে কবির আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কার্পাসাডাঙ্গা বাজার প্রদক্ষিণ করবে। দিবসের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে নজরুল বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ১১টায় কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের কবিতার উপর আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫ টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে সাংস্কতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭ টায় নাটক “রিক্তের বেদন” মঞ্চস্থ হবে। ২য় সোমবার বিকাল সাড়ে ৫টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে নজরুল বিষয়ক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কারের বিতরণের মধ্য দিয়ে কবির ১২৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *