চুয়াডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভার শুরুতে গ্রাম আদালত সম্পর্কিত একটি নাটক প্রদর্শিত হয়। ৪০ মিনিটের নাটকে যেখানে গ্রাম আদালতের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। নাটকটিতে একজন ভুক্তভোগী কীভাবে থানা বা আদালতের শরণাপন্ন না হয়ে গ্রাম আদালতে অভিযোগ দায়ের করতে পারেন এবং কিভাবে সেই অভিযোগ আইনের মাধ্যমে নিষ্পত্তি করা যায়, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আপনাদের সকলের সক্রিয় সহযোগিতায় গ্রাম আদালতের কার্যক্রম দিন দিন বাড়ছে। আপনারা যেহেতু তৃণমূলে কাজ করেন, তাই আমি আশা করি এর কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, কম খরচে থানা বা আদালতের দ্বারস্থ না হয়ে গ্রাম আদালতে বিচারাধীন অভিযোগগুলো যেন স্টেকহোল্ডাররা সেখানেই দায়ের করে সুবিচার পায়, সে বিষয়ে তাদের অবহিত করতে হবে।

জেলা প্রশাসনের স্থানীয় শাখার সহকারী কমিশনার আশফাকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান, ব্র্যাকের সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *