স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
সভায় গত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ মে সকাল ১০টায় জেলার সকল প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হবে। “ক” বিভাগে লিচু চোর, “খ” বিভাগে মানুষ ও “গ” বিভাগে বিদ্রোহী কবিতা আবৃতি করতে হবে। নজরুল জন্মবার্ষিকীর প্রথম দিন ২৫ মে সকাল সাড়ে ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হবে। পুস্পমাল্য অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে কার্পাসডাঙ্গা বাজারের তেল প্যাম্প থেকে র্যালী বের হয়ে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হবে। সকাল ১০টায় নজরুল বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিচুচোর, মানুষ ও বিদ্রোহী কবিতার উপর আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭ টায় নাটক “রিক্তের বেদন” মঞ্চায়িত হবে। অনুষ্ঠানের ২য় ও সমাপনী দিনে ২৬ মে বিকেল সাড়ে ৫ টায় নজরুল বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এছাড়া জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠান। এসব আয়োজন বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, জেলা জাসাসের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
চুয়াডাঙ্গায় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপ-কমিটির সভা
