স্টাফ রিপোর্টার
দর্শনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ভূয়া জন্ডিস চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার এ অভিযান পরিচালনা করেন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। বেলা ১১টা থেকে ১ টা পর্যন্ত ২ ঘন্টা পরিচালিত অভিযানে এলাকায় বেশ কিছু ঔষধ ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়। এ সময় যথাযথ সনদ ব্যতিত ডাক্তার পদবী ব্যবহার ও প্রচার করার জন্য জন্ডিস চিকিৎসালয় এর স্বত্তাধিকারী শহিদুল ইসলামকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ অনুসারে ৩০ হাজার জরিমানা আদায় করা হয়। এছাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ফার্মেসীগুলো তদারকি করা হয়। তদারকিকালে ফার্মেসীগুলোকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, মূল্য বিহীন ঔষধ, ফ্রিজের ঔষধ সংরক্ষণের কিছু নির্দেশনা প্রদান করা হয়। পরে তাদেরকে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক ফার্মেসী পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ঔষধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক তাহমিদ জামিল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম।
দর্শনায় ভূয়া জন্ডিস চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
