জীবননগর অফিস
জীবননগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান রতন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে জীবননগর পৌরসভার সুবলপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুর রহমান রতন সুবলপুর গ্রামের দিনমজুর মো. মিন্টু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে পরিবারের সবার অজান্তে খেলা করতে করতে বাড়ির পাশে পুকুর পাড়ে চলে যায় নিহত শিশু রতন। পুকুর পাড়ে খেলা করার একপর্যায়ে অসাবধানতা বসত পুকুরের পানির মধ্যে পড়ে যায় সে।পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করে শিশুটি কে না পেয়ে পুকুরের পানিতে খুঁজতে থাকে। পুকুরের পানির নিচ থেকে শিশু রতনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দেড় বছরের শিশু রতনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সুবলপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেশীরা জানায়, মন্টু মিয়া তিন কন্যা সন্তানের পর আব্দুর রহমান নামের এই ছেলে সন্তান লাভ করে। পরিবারের সবাই তাকে আদর করে রতন নামে ডাকতেন। ফুটফুটে এই ছেলেটি আজ (শনিবার) পানিতে ডুবে মারা গেলো। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
জীবননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
