আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন উন্নয়ন প্রকল্প (২ ফেইজ) প্রকল্পের অবতীকরণ একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটার দিকে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মসজিদের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম।
প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ। তিনি বলেন, সমাজ সেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠী-সহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সাথে বাস্তবায়ন করছে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী আল মাসুদ, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব, চুয়াডাঙ্গা সদর সমাজসেবা অফিসার মৌমিতা পারভিন, জেলা সমাজসেবা কার্যালয় সমাজসেবা অফিসার সাঈদ হাসান, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আলমডাঙ্গা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও চিতলা ইউনিয়ন পরিষদের প্রকাশক সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আউয়াল, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন ও তোবারক হোসেন, জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসাইন, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অল্টু, ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সি মিলিয়ান রুগা, ঐশীকা এনজিও সংস্থার ম্যানেজার আশরাফুল কবির দুদু, আরদীন সংস্থার এরিয়া ম্যানেজার একরাম আলি, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড পরিদর্শক শামীমা নাসরিন, ইউনিয়ন সমাজকর্মী হাফিজুর রহমান প্রমুখ।
আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন উন্নয়ন প্রকল্পের অবতীকরণ সেমিনার
