ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও শাটডাউন কর্মসূচি

স্টাফ রিপোর্টার
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) ঘোষণার দাবিতে চুয়াডাঙ্গা নার্সিং ইন্সটিটিউট প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চুয়াডাঙ্গা এবং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি চুয়াডাঙ্গা জেলার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়
এ সময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ফলে ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে বসে সময় কাটান এবং সদর হাসপাতালে রোগীরা চরম দুর্ভোগে পড়েন।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের দাবি কোনো নতুন কিছু নয়, বরং এটি বহুদিন ধরে চলে আসা আন্দোলনের ধারাবাহিকতা। ২০১৮ সাল থেকে আন্দোলন চললেও আজও তা আলোর মুখ দেখেনি।
তারা অভিযোগ করে বলেন, গত ১৪ মে ঢাকার শাহবাগে মহাসমাবেশ চলাকালীন পুলিশি হামলা হয়, যা অত্যন্ত ন্যক্কারজনক। বক্তারা বলেন, ‘মৌখিক আশ্বাসে আর বিশ্বাস নেই। এটি বারবার প্রতারণার শিকার হওয়ার মতো। এবার আমরা লিখিত নিশ্চয়তা চাই। সরকার ২৯ মে একটি আন্তঃমন্ত্রণালয় সভার ঘোষণা দিলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে আস্থাশীল নন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সহ-সাধারণ সম্পাদক আদুরি খাতুন, সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি নুরুন নাহার, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী সৌরভ সরকারসহ আরও অনেকে।
নার্সিং ইন্সট্রাক্টর পারুল মন্ডল বলেন, ‘আমরা কর্মকর্তারাও এই যৌক্তিক দাবির সঙ্গে একমত। সরকারের উচিত দ্রুত দাবি বাস্তবায়নের উদ্যোগ নেয়া।’
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বেগবান হবে এবং নতুন কর্মসূচি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *