স্টাফ রিপোর্টার
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ২৫ জন নারী-পুরুষ আটক করা হয়েছে। গতকাল শনিবার মহেশপুর বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও আরো একটি অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডির উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ২০০ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে নায়েক অখিল চন্দ্র হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ১ জন নারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সকাল ৭টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৪/১-এস হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা মোড়ের বাস স্ট্যান্ড হতে নায়েক সৈয়দ হুমায়ুন কবির এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ২৪ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে পুরুষ-১২, নারী-৬ ও শিশু-৫।
আটককৃত পুরুষ বাংলাদেশী ধুর হলেন, কামাল শিকদার (৩২), আকিদুল চৌধুরী (৪০), মোঃ হজারুন মল্লিক (৪৭), মোঃ সুরুজ আহমেদ (২৯), মোঃ আজিজুল মল্লিক (৫০), মিলন শেখ (২৬), মোঃ রবিউল শেখ (১৯), টুটুল মিয়া (৩০), কামাল ফকির (৪৮), ছাব্বির শেখ (২৪), ইয়াছিন মোল্লা (২৬) ও রুস্তু আলী শেখ (৭০)। অপরদিকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গয়েশপুর বিওপির সীমান্ত মেইন পিলার-৬৮/৫-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর উত্তর পাড়া মাঠে মোঃ আনিছুর রহমান এর আমবাগানের ভিতর হতে হাবিলদার কামরুল হাসান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ২৫জন নারী-পুরুষ আটক
