স্টাফ রিপোর্টার
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫-এর সমাপ্তি ঘটেছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিনের এই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘একজন শিক্ষার্থী জানালো জেলায় একটা বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করা দরকার। সত্যি একটা বিজ্ঞান ক্লাব খুবই প্রয়োজন। এটি নিয়ে আমার এডিসিকে বলেছি। তিনি শিঘ্রই তোমাদের সাথে বসবে। কিভাবে একটা বিজ্ঞান ক্লাব তৈরি করা যায় সেটি নিয়ে ভাবা হবে। যারা বিজ্ঞানকে ভালোবাসে, তারা এই ক্লাবের সদস্য হয়ে বিজ্ঞান চর্চা করতে পারবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করবো, এই ধরনের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদেরকে একটু বিশেষ যত্ন নিবেন। তাদেরকে নির্দেশনা দিলে, সহযোগীতা করলে তারা ভালো করবে।’
‘আমরা চেষ্টা করেছি নিরপেক্ষ মূল্যায়ন করতে। এখান থেকে বিজয়ীরা বিভাগে যাবেন। আমি আশা করি, চুয়াডাঙ্গার প্রত্যেকে ভালো করবে। বিভাগেও জেলার সুনাম বয়ে আনবে তোমরা।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, সাংবদিক শাহ আলম সনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী।
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাব আজিম, দ্বিতীয় কেরু উচ্চ বিদ্যালয়ের আবরার রওনক এবং তৃতীয় স্থান অর্জন করেন আলমডাঙ্গা একাডেমীর শিক্ষার্থী হুমায়রা কবির। বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী নাসিফ, দ্বিতীয় চুয়াডাঙ্গা সরকারি কলেজের নাফিস জামান এবং তৃতীয় স্থান অর্জন করেন তেতুল শেখ কলেজের জাফিরুল ইসলাম। বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথী কে এম সাদমান কবীর, দ্বিতীয় দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থী মুকিন জামান এবং তৃতীয় স্থান অর্জন করেন দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থী নাফিস মুবাশশির। স্টল মূল্যায়নে জুনিয়র গ্রুপে প্রথম ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় কেরু উচ্চ বিদ্যালয়। স্টল মূল্যায়নে সিনিয়র গ্রুপে প্রথম দর্শনা সরকারি কলেজ, দ্বিতীয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম চুয়াডাঙ্গায় একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করা হবে
