আলমডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফ

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ‘চায়না বার ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকাল ৪টায় আলমডাঙ্গা সরকারি হাইস্কুল (এটিম) মাঠে অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ খেলায় মিজানুর রহমান ফুটবল একাদশ ২-০ গোলে স্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আপনাদের খেলাধুলার প্রতি আগ্রহ ও নিষ্ঠা দেখে আমি অভিভূত। ফ্রেন্ডস ক্লাব পুরোনো ঐতিহ্য বহন করে চলেছে, এ ধরনের আয়োজন অবশ্যই প্রশংসনীয়। আমি সব সময় এ ক্লাবের উন্নয়নে পাশে থাকব, ইনশাআল্লাহ। বর্তমানে মাদকের ছোবলে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে যুবসমাজকে বাঁচাতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আমি নিজে একজন ক্রীড়ামোদী মানুষ। খেলাধুলা আমার ভালোবাসার জায়গা। এ ধরনের যেকোনো আয়োজনে আমার সহযোগিতা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।’
তিনি আরও বলেন, ‘আলমডাঙ্গা উপজেলা একটি বিশাল জনবহুল এলাকা। আমি এই এলাকার সন্তান। তাই উপজেলার প্রতিটি স্তরের মানুষের প্রতি আহ্বান থাকবে-আপনারা যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার আয়োজন করুন। প্রয়োজনে আমাকে জানাবেন, আমি পাশে থাকব।’ পরে অতিথিদের সঙ্গে নিয়ে জেলা বিএনপির এই নেতা বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মীর আশাদুজ্জামান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সাইফুদ্দীন কনক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিমুল হাসান সানি এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত ওসমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় জামাল উদ্দিন, ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, সাবেক ফুটবলার বাবলু মিয়া, জামাল মিয়া, আলী আজগর সাচ্ছু ও সেলিম হাবিব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফিজুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *