স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ^রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রেডক্রিসেন্ট চক্ষু হাসাপতাল চত্বরে এসব কার্যক্রম পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন , বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক আবু ইয়াজিদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহসীন আলী, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষকবৃন্দ উপস্থিত ঝিলেন। এছাড়াও রেড ক্রিসেন্টের প্রাণ ও অন্যতম চালিকাশক্তি সাবেক যুব প্রধান শাহিন হোসেন ও জাহাঙ্গীর আলম, যুব রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্টের প্রতি নিবেদিত ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, প্রাতিষ্ঠানিক ছাত্র-ছাত্রী, রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন চুয়াডাঙ্গা কলেজ রোভার টিম। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাথে একাত্মতা ঘোষণা করে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করে আলমডাঙ্গা কলেজ শাখা ইউনিট।