স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গায় স্মার্ট ইজি হেলথ কার্ড কিনে এনামুল কবির পেলেন ২০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে দর্শনা বাসস্ট্যান্ডে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রহীতার হাতে এ চেক হস্তান্তর করা হয়।
জানা গেছে, দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর ১ হাজার টাকার স্মার্ট ইজি হেলথ কার্ড ক্রয় করেন। এর পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি
স্মার্ট ইজি হেলথে ক্লেইম জমা। এর ৭ দিনের মাথায় এনামুল কবিরকে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট ইজির নির্বাহী কর্মকর্তা রাজু আহমেদ সুমন, কোম্পানির মার্কেটিং অফিসার হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মনিটারিং অফিসার আব্দুল হালিম, আব্দুল মোতালেব, সুমন আহমেদ, সাইদুর রহমান রনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।