স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৫ ও ৬ মে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এ সময় ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ মোট ১৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৫ মে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ধোপাখালী বাজারের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে কেউ আটক হয়নি।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৮-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে হাবিলদার মোঃ মোশারফ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ১ জন নারী ধুর আটক করা হয়। বিকাল ৫টার দিকে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৮-এস হতে ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সোনাগাড়ী মোড়ে মোঃ মোশারফ হোসেনের স’মিলের সামনে হতে নায়েক মোঃ আঃ কুদ্দুস এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ১ জন , নারী ১ জন ও শিশু ৩ জন। তাদের মধ্যে রয়েছেন ফেনী জেলার শেম্পু কুমার দাস (৩৩)। একই দিন সকাল ৯টায় কুমিল্লাপাড়া বিওপি’র টহল দল বাঘাডাংগা গ্রামের মান্দারতলা মাঠ এলাকা থেকে দুই পুরুষ ও এক শিশুকে আটক করে। আটককৃতদের মধ্যে খুলনার মিজানুর রহমান (৪২) ও নড়াইলের সামাদ মোল্লা (২৯) রয়েছেন।
সবচেয়ে বড় দলটি আটক করা হয় বাঘাডাংগা বিওপি’র বাঁশবাগান এলাকা থেকে। গতকাল মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। আটককৃতদের মধ্যে যশোর ও নড়াইল জেলার নাগরিকদের পরিচয় পাওয়া গেছে।
মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ও মানবপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৬ বাংলাদেশি আটক
