স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১০ এপ্রিল তারিখ হতে চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। লিখিত পরীক্ষায় ২৩৪ জন প্রার্থী অংশগ্রহন করে।
লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার চুয়াডাঙ্গা ও নিয়োগ বোর্ডের সভাপতি খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা কনস্টেবল পদে চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবে, তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে। এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করেন।
লিখিত পরীক্ষা কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন- মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ কনক কুমার দাস, সহকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার তাজরিনা সুলতানা প্রমুখ।