আলমডাঙ্গায় হাজারো মানুষের উপস্থিতিতে জিকে ক্যানেলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


আলমডাঙ্গা অফিস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাজারো মানুষের উপস্থিতিতে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা। নদীমাতৃক বাংলাদেশের হারিয়ে যাওয়া জলঐতিহ্য স্মরণ ও পরিবেশ-সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি। গতকাল সোমবার বিকাল ৪টায় আলমডাঙ্গা পৌরসভার কুমার নদীর ঘাটে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন ৭৩ জন সাঁতারু। এর মধ্যে প্রফেশনাল সাঁতারু ৩৮ জন ও নন প্রফেশনাল ৩৫ জন। প্রতিযোগিতা ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয় রেসকিউ ও মেডিকেল টিম। অংশগ্রহণকারীদের জন্য ছিল টি-শার্ট, ক্যাপ, নাস্তা ও মেডেল। প্রফেশনাল ও নন প্রফেশনাল উভয় গ্রুপ থেকে প্রথম ১০ জন করে ২০ জন বিজয়ী পান নগদ অর্থ ও বিশেষ সম্মাননা। অপেশাদার গ্রুপে প্রথম হয়েছেন ১ম শুভ্র দেব, ২য় রাব্বি ও ৩য় নাহিদ হাসান। তাছাড়া, পেশাদার গ্রুপে ১ম হয়েছেন কুষ্টিয়ার জুবায়ের আহমেদ, ২য় হয়েছেন রমজান আলী ও ৩য় হয়েছেন আকাশ আহমেদ। সাঁতারুরা প্রায় ২৫০ মিটার পাড়ি দিয়ে ক্যানালের এক পাড় থেকে শুরু করে, অপর পাড় ঘুরে আবার একই স্থানে শেষ করে। সাঁতার দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ক্যানালের দু’ধারে অবস্থান নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ‘আজকের আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাদের এমন অংশগ্রহণ থাকলে আগামীতে আমরা সব সময় আপনাদের সাথে থাকবো।
এছাড়াও উপস্থিত ছিলেন- নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদ শরিফুল ইসলাম পিন্টু, বণিক সমিতির সাধারণ সম্পাদক আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাবেক বনিক সমিতির সভাপতি মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক প্রথম আলো পত্রিকা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, সময় টিভি জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, জেলা জামায়াতের যুব বিষয়ক সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত মীর আসাদুজ্জামান উজ্জল। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসলাম রকিব।
সাঁতার প্রতিযোগিতা দেখতে আসা নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার বলেন, ‘আমার বয়সে এমন সাঁতার প্রতিযোগিতা কখনও দেখিনি। টিভি এবং ইউটিউবে দেখেছি, আজকে প্রথম দেখলাম, সত্যিই অনেক ভালো লাগছে।
আয়োজক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে এ আয়োজন করেছি। মানুষের সাড়া পেয়েছি ভালো, আগামী দিনে আরও বড় আয়োজনের চিন্তা রয়েছে আমাদের।’ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, সাঁতার প্রশিক্ষক, শিক্ষাথী, অভিভাবক, ক্রীড়া সংগঠকরা ছাড়াও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *