দর্শনা বৈশাখী ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

দর্শনা অফিস:
দর্শনায় বৈশাখী ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে দর্শনা বাউল পরিষদ চত্বরের কেরুর মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। প্রথমে খেলা শুরুর মাত্র ১৬ মিনিটের মাথায় আত্নঘাতি গোলে উত্তরপাড়া ফুটবল একাদশ পিছিয়ে পড়ে। পরে ২৩ মিনিটের মাথায় সেজানের গোলে ও দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায় আশিকের আরো একটি গোলে আকন্দবাড়িয়া স্পোর্টিং ক্লাব ৩ শুন্য গোলে জয়লাভ করার কৃতিত্ব অর্জন করেন।
কিছুক্ষণ পর রেফারির শেষ বাঁশি বেজে গেলে মাঠ ভর্তি দর্শক ও সমর্থকদের উল্লাশে আনন্দে ফেটে পড়ে। খেলা শেষে দর্শনা থানা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আহাম্মদ আলি প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মেডেল ও ট্রফি তুলে দেন।
দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জনাব আহাম্মদ আলি বলেন, খেলাধুলা ও সুষ্ঠ বিনোদনই পারে সমাজের উন্নয়ন ঘটাতে, সমাজকে সঠিক ভাবে পরিচালিত করতে পারলে কিশোর তরুন যুবক বিপদগামি হবেনা, মন মানষিকতা ভাল থাকবে, পড়াশোনায় মন বসবে।
চুয়াডাঙ্গা জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউল শুভেচ্ছা বক্তব্যে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র ফুটবলার সাইফুল ইসলাম হুকুম, আশরাফুজ্জামান বেল্টু, কামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। খেলায় সেরা খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন দলেন সেজান ও রানার্সআপ দলের সুমনকে নির্বাচিত করা হয়।
খেলা পরিচালনা করেন সুভাষ রায়, বোরহান ও সুজন আহম্মেদ।
উল্লেখ গত ১০ এপ্রিল দর্শনা থানার ওসি জনাব শহিদ তিতুমির ঐ মাঠে ৮ দলের খেলার উদ্বোধন করেন ও কিশোর তরুন যুবকদেরকে খেলাধুলা মুখি করতে একটিবল ও এক সেট দাবার কোর্ট প্রদান করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *