আলমডাঙ্গায় কাবার পথে হজ্জ কাফেলা প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় কাবার পথে হজ্জ কাফেলা প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটার দিকে পান্না কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন, হাজী মোহাম্মদ আবেদ আলী খান।
হাজীদের প্রশিক্ষণ প্রদান করেন হজ্জ কাফেলার প্রশিক্ষক মোয়াল্লেম আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের। তিনি বলেন হজ্জ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত। এটি ইসলাম ধর্মের পাঁচটি মৌলিক ভিত্তির একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রতিটি মুসলমানের জন্য ফরজ বা অবশ্য পালনীয় একটি কর্তব্য। আর সেই কারণেই মুসলিম বিশ্বের লাখ লাখ নারী-পুরুষ প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীতে সমবেত হন। এসময় হজ সম্পন্ন করতে একজন মুসলমানকে বেশ কিছু রীতি-নীতি পালন করতে হয়। সেসব রীতি-নীতির মধ্যে রয়েছে হজের উদ্দেশ্যে বিশেষ পোশাক পরিধান করে মক্কায় প্রবেশ, কাবাঘরের চারপাশে হাঁটা, আরাফাত ময়দানে অবস্থান, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানো, শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, কেশ মুণ্ডন বা মাথা ন্যাড়া করা ইত্যাদি। তাছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
হাজী মাওলানা মসলেম উদ্দিনের সার্বিক পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, দামুড়হুদার কাপাসডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাজী মোহাম্মদ জুলফিকার আলী, আলহাজ্ব মোহাম্মদ ডাক্তার আবু তৈয়ব, আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আব্দুল ওহাব, হাজী ডাঃ মোহাম্মদ আহসান হাবিব, হাজী মোহাম্মদ আলী, হাজী শামসুল ইসলাম, ডক্টর এ কে এম আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী ডাক্তার লিয়াকত আলী, হাজী সুলতান আলী, আমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদ বশিরুল আলম, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী খন্দকার আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাব হোসাইন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ শেখ নূর মোহাম্মদ টিপু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ লিয়াকত আলী লিপু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হাজী খন্দকার সেলিম উদ্দিন, হাজী মোহাম্মদ আহসান হাবীব প্রমুখ।
সবশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হজ্জ কাফেলার মোয়াল্লেম প্রশিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল কাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *