স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পারি দেওয়ার সময় ৩৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। এছাড়াও ২০ বোতলমদসহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুলের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মাটিলা বিওপি’র মেইন পিলার-৫২/১৮-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের ইউসুফ মন্ডলের পুকুর পাড়ে নায়েক বেলাল হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সামান্তা বাজার এলাকার আব্দুল হামিদ(৫০) ও শিমুল হোসেন (২২) কে ২০ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।
এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১২-আর হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের করিমের কলা বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ সিকদার ইউনুস এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৩ বাংলাদেশী নারী ধুরকে আটক করা হয়। একই দিন রাত ৮টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাইল বাড়িয়া মাঝি পাড়া গ্রাম হতে হাবিলদার মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৩ বাংলাদেশী নারী ধুর আটক করা হয়। দুপুর দেড় টার দিকে খোশালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মান্দারতলা হতে হাবিলদার মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু।
অপরদিকে গতকাল শনিবার সকাল ৬টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ রফিকুল ইসলাম এর গোলাপ বাগানের সামনে নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খান নিয়মিত টহল পরিচালনা করেন। এ সময় ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। একই দিন বিকাল ৫টার দিকে খোশালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মান্দারতলা মাঠের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা কওে ১৭ বাংলাদেশী নারী ও শিশুকে আটক করা হয়। এর সকাল ৮টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাইল বাড়িয়া মাঝি পাড়া গ্রাম হতে সুবেদার হাবিবুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন শিশু। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় অবস্থিত। এদেরকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পাড়ি দেওয়ার সময়৩৭ বাংলাদেশী নাগরিক আটক, মাদক উদ্ধার
