স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব আলমডাঙ্গা পশুহাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী লিয়নকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, র্যাব ১২ ডিএডি আবু জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা শহরের পশুহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাসির উদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী লিয়নকে (২৪) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১১২ পিচ ইয়াবা। লিয়ন আলমডাঙ্গার রাধিকাগঞ্জ গ্রামের আব্দুলের ছেলে। এ ঘটনায় লিয়নের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আলমডাঙ্গায় ইয়াবাসহ এক মাদকব্য বসায়ী আটক
