আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে
মামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার
দৈনিক আমার দেশ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা মামলা দায়েরর প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচির আয়োজন করা হয়। আমার দেশ পাঠক মেলা চুয়াডাঙ্গা শাখার আয়োজনে এ মানববন্ধন গড়ে তোলা হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে সাংবাদিক, রাজনীতিক, সচেতন নাগরিক ও পাঠকরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পাঠকমেলার চুয়াডাঙ্গা সভাপতি এডভোকেট মসলেম উদ্দীন। এ সময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সাংবাদিক মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসকা¬বের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি ও আমার দেশ পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি হুসাইন মালিক ।
আমাদের দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক ম্স্তোফা কামাল এ সময়ের সবচেয়ে সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান, বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান ,অর্থনৈতিক রিপোর্টার কাউছার আলম, রুহান রাজিব ও এমদাদ হুসাইনের বিরদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।
বক্তারা বলেন, ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু‘ তাদের প্রেতাত্মারা এখনো প্রশাসনে আছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *