স্টাফ রিপোর্টার
‘বিপদ গ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো জামায়াতের ইসলামীর নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি’। গতকাল রবিবার বিকেলে দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামের আগুনে পুড়ে মৃত্যুবরণকারী আরিশার পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতের জেলা আমীর অ্যাড. রুহুল আমিন উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যে সব শিশু পানিতে ডুবে, আগুনে পুড়ে নিহত হবে, তারা জান্নাতের দরজায় মা-বাবার জন্য অপেক্ষা করবে।
(২য় পৃষ্ঠার ৩ কলামে দেখুন)
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, সেক্রেটারী আবেদ-উদ দৌলা টিটন, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া।
এর আগে তিনি জুড়োনপুর ইউনিয়ন মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সমাবেশে উপস্থিত ছিলেন- জুড়োনপুর জামায়াত ইসলামীর ইউনিয়ন সভাপতি শামিমুল হক ঝন্টু, সেক্রেটারী রাশেদুল ইসলাম, সহ-সভাপতি সানোয়ার হোসেন, জুড়োনপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আজানুর রহমান, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম ও জয়নাল আবেদিনসহ অনেকেই