দর্শনায় দু’দিন ব্যাপি সাধু বাউল মিলনমেলা ও লোক সংস্কৃতির অনুুষ্ঠানের সমাপ্তি

দর্শনা অফিস:
লোকজ পালা গানের মধ্য দিয়ে দর্শনায় দুদিন ব্যাপি সাধু বাউল মিলনমেলা ও লোক সংস্কৃতির অনুুষ্ঠান শেষ হয়েছে। গতকাল রবিবার রাতে অনুুষ্ঠানের সমাপ্তি হয়েছে। বিকালে লোকজ ঘরানার খেলাধুলা, সন্ধায় লোকজ নৃত্য ও রাতে শরিয়ত মারিফত পালা গানের পরপরই অনুষ্ঠান শেষ হয়। মুক্তা সরকার ও জেনারুল সরকার পালাগানের তুমুল লড়াইকরে দর্শকদের আনন্দ দেন। উল্লেখ গত শনিবার জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন স্হানীয় বাউল পরিষদ চত্বরের আম্রকাননে রাত ৮টার দিকে দু’দিন ব্যাপি সাধুবাউল সংঘের শুভ উদ্বোধন করা হয়েছিল।
দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- দর্শনা থানা বি এনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বৈশাখ মাসে সাধুবাউল মিলন মেলা যেনো গ্রাম বাংলার আদি ও ঐতিহ্যকে মনে করিয়ে দেয়, এমন আয়োজন হলে গ্রামগঞ্জ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে। যুব ও তরুণ সমাজ উপকৃত হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদের সভাপতি বিটিভির লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউল, প্রবিণ সাধু আনসার আলি ও থানা বিএনপির প্রচার সম্পাদক আলাউদ্দিন। পরে সাবেক চেয়ারম্যান আহম্মদ আলি নজরুল সংগীত পরিবেশন করেন। এরপর লালন সাঁইজির গান পরিবেশন করেন ধীরু বাউল, শান্ত আহম্মেদ, সহ স্থানীয় শিল্পীগন সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলে। দুদিন ব্যাপি লোকজ সাংস্কৃতিক অনুুষ্ঠান ও সাধুবাউল মিলন অনুুষ্ঠান উপলক্ষে আম্রকানন চত্বরে বিভিন্ন মিস্টির দোকান বাচ্চাদের খেলনা সামগ্রী, গুড়ে জিলাপি, গজা, পাপর, পিয়াজু চটপটির দোকান বসেছিল। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি ও দর্শনা থানা পুলিশের কড়া নজরদারি ছিল। এ কারণে সব বয়সি এবং সব ধর্মের মানুষ অনুুষ্ঠানস্থলে আসতে দেখা গেছে।
এ বিষয়ে আয়োজক কমিটির প্রধান ও লোকজ সাংস্কৃতিক সংগঠক মনিরুজ্জামান ধীরু বাউল জানান মাটির গানের, মেঠো সুরের ও আদি ও অকৃত্রিম শেকড়ের গানের কদর এখনো ফুরিয়ে যায়নি, সুন্দরভাবে পেির্বশন হলে স্ব পরিবারে দেখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *