স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানালো প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের অফিসকক্ষে এ শুভেচ্ছা জানানো হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার দায়িত্বভার গ্রহন করেছেন।
জানা যায়, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ জহিরুল ইসলাম। ১ বছর ২ মাস চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দায়িত্ব পালন করার পর তাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) হিসেবে পদোন্নতি দেওয়া হয়। বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোঃ কামাল হোসেনকে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আগামীকাল মঙ্গলবার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করবেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব কর্তৃক এ সংবর্ধনায় বিদায়ী জেলা প্রশাসকের কৃতিত্ব প্রাণভরে স্মরণ করেন সকলে। বিদায়ক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বদলি, প্রমোশন থাকবেই। আমরা সকলেই চেষ্টা করি কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায়। চুয়াডাঙ্গাবাসীর কাছ থেকে অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি। চুয়াডাঙ্গা বাসীর জন্য কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত। চুয়াডাঙ্গার সাংবাদিকরা খুবই আন্তরিক। তাদের সকলের জন্য শুভ কামনা রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকাল সাড়ে ৯টার দিকে বিদায়ী জেলা প্রশাসক জহিরুল ইসলাম নতুন কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন।
এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারন সম্পাদক বিপুল আশরাফ, সাবেক সভাপতি আজাদ মালিতা, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক ইসলাম রকিব ও কার্যনির্বাহী সদস্য মোঃ পলাশ উদ্দীন উপস্থিত ছিলেন। এসময় চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এসময় সাংবাদিকরা জেলা প্রশাসকের সামনের দিনগুলো আরও সুন্দর হোক এ প্রত্যাশা করেন।



