চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনের ভোট ২৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫ পদে ৩০ প্রার্থী নির্বাচনে প্রতিন্দন্দ্বীতা করছেন। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সেক্রেটারী পদে মইন উদ্দিন মইনুল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা আলাদাভাবে লড়ছেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন ও সেক্রেটারী পদে ৫ জন প্রতিন্দন্দ্বী।   সভাপতি ও সেক্রেটারী পদে এত বিপুল সংখ্যক প্রার্থী এর আগে কখনও দেখা যায়নি।

আগামী ২৯ নভেম্বর শনিবার জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ২০৪ জন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১টি সভাপতি পদে ৪ জন, ২টি সহ-সভাপতি পদে ৪ জন, ১ টি সেক্রেটারী পদে ৫ জন, ২টি যুগ্ম-সম্পাদক পদে ৩ জন, ১ টি গ্রন্থাগার সম্পাদক পদে ২ জন, ৬ টি সদস্য পদে ১০ জন,  ১টি কোষাধ্যক্ষ পদে ১ জন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন প্রার্থী অর্থাৎ ১৫ টি পদে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র চূড়ান্ত নাম ঘোষনা করা হয়েছে।

আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এরা হলেন, মারুফ সরোয়ার বাবু,  সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, আলহাজ¦ মো. মোসলেম উদ্দীন, ও আকরাম হোসেন। সেক্রেটারী পদে আহসান আলী, আসাদুজ্জামান আসাদ, আনছার আলী, মোসলেম উদ্দীন (২) ও খন্দকার অহিদুল আলম মানি। সহ-সভাপতি পদে সিরাজুল ইসলাম (১), আকসিজুল ইসলাম রতন, মোর্তজান হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। যুগ্ম-সম্পাদক পদে আফরুজা আক্তার, হারুনুর রশিদ বাবলু ও মসিউর রহমান পারভেজ। গ্রন্থাগার সম্পাদক পদে আমজাদ আলী শাহ ও রুবিনা পারভীন রুমা।

সদস্য পদে ফরজ আলী, হাসিবুল ইসলাম ইব্রাহিম, ইকরামুল হক, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ, রাগিব আহসান, আশিকুর রহমার রাজ, বেলাল হোসোইন বাদল, মো. আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম (২) ও তানভীর আহম্মদ শাওন। কোষাধ্যক্ষ পদে এস.এম. এ হাশেমী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আতিয়ার রহমান (২) একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *