স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, আমরা ধর্ম ও রাজনীতি আলাদা করতে চাই না রবিবার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রমে ২ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ওয়ার্ড সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আমরা দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতেও দিব না, আমরা রাস্তার কমিশন নিব না, কাউকে কমিশন নিতেও দিব না, আমাদের কাড়ি কাড়ি সম্পদ অর্জন করা আমাদের রাজনীতির লক্ষ্য নয়, সার নিয়ে ডিলারদের সিন্ডিকেট ভেঙ্গে দিতে চায়, ধর্ম ও রাজনীতি কখনো আলাদা ছিল না, এখনো নয়, ভবিষ্যতেও আলাদা হবে না, আমরা ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করছি। লেখাপড়া যেমন ইসলামের অংশ, কর্মক্ষেত্র, শিক্ষানীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি তেমনি ইসলামেরই অংশ। পরকালে আল্লাহর কাছে জনগণের প্রতিটি টাকার হিসাব দিতে হবে এই চিন্তা করে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা যদি এইরকম যোগ্য হয়ে থাকে তাহলে তাদেরকে ভোট দিন, নির্বাচিত করুন। আর জামায়াতে ইসলামীর প্রার্থীদের যদি এই যোগ্যতা না থাকে তাহলে তাদেরকে ভোট দেবেন না।
জামায়াতে ইসলামী প্রার্থীর চাইতে অন্য দলের প্রার্থীর যোগ্যতা, আমানতদারিতা এবং তাকওয়া যদি বেশি থাকে তাহলে তাকেই আপনারা ভোট দিন। ভোট দেওয়ার আগে অবশ্যই চিন্তা-ভাবনা করে দেশের কল্যাণের জন্য যোগ্যতার ভিত্তিতে আপনার আমানত (ভোট) প্রদান করবেন। আমি নিশ্চিত করে বলতে পারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে দেশের প্রতিটি নাগরিক তার প্রতিটি আমানত ও অধিকার বুঝে পাবেন। এর আগে সালামত বাজার, মোহাম্মদ জুম্মা ও বোয়ালিয়া গ্রামে বেলা সাড়ে ৩টা থেকে ৭ টা পর্যন্ত গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, উপজেলা নায়েবে আমীর আব্দুল জব্বার, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক আশির উদ্দীন, সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক, সাবেক সদর আমীর আহমেদ মনির, আইটি ও প্রচার সম্পাদক মামুন হাওলাদার, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মাসুম, কুতুবপুর ইউনিয়ন আমীর মাওলানা খবির উদ্দীন, ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সি, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, তারিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শোল্টু হোসেন, যুব বিভাগের সভাপতি মানোয়ার হোসেন এবং যুব বিভাগের সেক্রেটারি হাসানুজ্জামান প্রমুখ।



