দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনের বিদায় সংবর্ধনা

দামুড়হুদা অফিস

দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মো:কামাল উদ্দীনের অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায়ী  সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার সময় আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা কুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

এসময় তিনি বলেন ১৯৯৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানটির সূচনালগ্নে আমরা কয়েকজন যুবক বাড়ি, বাড়ি গিয়ে বাঁশ সংগ্রহ করে এনেছিলাম। আজক কলেজটির দিকে তাঁকালে মনে হয় আমাদের সেদিনের পরিশ্রম সার্থক হয়েছে। কলেজটিকে প্রতিষ্ঠা করতে বিশেষ অবদান রেখেছেন আমাদের বিদায়ী অধ্যক্ষ কামাল উদ্দীন।কলেজটি প্রতিষ্ঠার জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী সংগ্রহ করেছিলেন। আমরা তার অবসর জীবনে, সুখ, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

প্রভাষক মিল্টন কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ জিন্নাত আলী, কার্পাসডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হামিদুর ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা রহমান, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এসএম ওয়াজেদুল হাসান, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য আশাবুল হক, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথি ও তার পরিবার কে অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এরপর আনুষ্ঠানিকতার এক পর্বে বিদায়ী অতিথি কে সম্মাননা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীবৃন্দ বিদায়ী শিক্ষকের সার্বিক মঙ্গল ও সুস্থতা কামনা করে দোয়া কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *