গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এনসিপি নেতা অ্যাড. সাকিল আহমাদ

মেহেরপুর অফিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাড. সাকিল আহমাদ। গতকাল শনিবার দুপুরে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে হাসপাতালে সেবা প্রার্থীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। স্বাস্থ্যকর্মীর সংকট, চিকিৎসা সেবার ধীরগতি, ওষুধের অভাবসহ সামগ্রিক ভোগান্তির বিষয়গুলো তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান তারা। অ্যাড. সাকিল আহমাদ রোগী ও স্বজনদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির স্থানীয় নেতারা জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দলীয়ভাবে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। পরিদর্শনের পুরো কার্যক্রমে উপস্থিত রোগী ও স্বজনরা এনসিপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত উন্নতির আশা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *