কুতুবপুর-আসানন্দপুর সড়কের চারাতলা মাঠে ডেলিভারীবাহী ইজিবাইক থামিয়ে ডাকাতি নগদ টাকাসহ স্বর্নলঙ্কার লুট

পদ্মবিলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের আসান্দপুর চারাতলা নামক মাঠে ডেলিভারি রোগীর ইজিবাইক থামিয়ে নগদ টাকা ও স্বর্ণলংকার ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিনগত রাত ৩ টার দিকে কুতুবপুরের আসানন্দপুর সড়কের চারাতলার মাঠে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির কবলে পড়া আসানন্দপুর গ্রামের মনিরুল ইসলাম তার মেয়েকে, ডেলিভারি করানোর জন্য রাত তিনটার দিকে  চুয়াডাঙ্গার জনতা ক্লিনিকের  উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কুতুবপুরের চারাতলার মাঠের মধ্যে পৌছলে ৯/১০ জনের একদল দুষ্কৃতকারী  ডাকাত দল তাদের পথ আটকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৩৫ হাজার ২ দুই শত ৫০ টাকা এবং ২ দুই জোড়া সোনার কানের দুল এবং ১ জোড়া সিটিগোলের কানের দুল ছিনিয়ে নেয়। এলাকাবাসী জানান, এই সড়কেই রয়েছে পুলিশ বক্স আর যেখানে ডাকাতির ঘটনা ঘটেছে সেখান থেকে কয়েকশ গজ দুরে পুলিশ বক্স থাকলেও কোন দিন পুলিশ টহলে থাকে না।

চুয়াডাঙ্গার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *