মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর তেতুলবাড়িয়ায় বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পলাশিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু সায়েম পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান, কৃষকদলের জেলা সদস্য সচিব মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আমজাদ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ও অঙ্গসহযোগী দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার। আগামী দিনে সকলেই সুখে শান্তিতে বসবাস করার জন্য আমাদের ধানের শীষ প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে হবে।
এসময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছাত্তার, তেতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকামত আলী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আঃ বারী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছাত্তার আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়।



