দামুড়হুদা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে হাউলী ইউনিয়ন বিএনপির আয়োজনে জয়রামপুর চৌধুরীপাড়া ঈদগাহ মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। হাউলি ইউনিয়নের ইউনিয়নের বিভিন্ন স্থানে ও দামুড়হুদা সদর ইউনিয়নের পুরাপাড়া গ্রামে নির্বাচনী প্রচারণা চালান।
অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণ ও পথসভায় তিনি বলেন, আমরা সকলে জানি বর্তমান, অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে আগামী ২০২৬ ইং সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক দিন পরে এদেশের মানুষ তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে বিজয় করতে মূল্যবান ভোট প্রয়োগ করতে পারবেন।
এসময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচি নির্ধারিত করা হয়েছে। যার মধ্যে ধর্ম স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, কৃষি ও কৃষকের উন্নয়নসহ মোট ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে। একটি ভোট অধিক মূল্যবান, ভোট জনগণের অধিকার। এরপরেও সবাই যে ভোট দেবেন তা কিন্তু নয়। ফলে কেন একজন ভোটার তার মূল্যবান ভোটটি ধানের শীষে দেবেন সে লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফার কথা ভোটার বৃন্দসহ সর্বসাধারণকে বোঝাতে হবে। যদি আমরা তা সঠিকভাবে বোঝাতে পারি তাহলে আমার বিশ্বাস অবশ্যই সম্মানিত ভোটার বৃন্দ ধানের শীষে ভোট দেবেন।
এ সময় তিনি আরো বলেন, একটি দল জান্নাতের কথা বলে মা বোনদের বিভ্রান্তি করছে। কেউ যেনো বিভ্রান্তি করতে না পারে সেজন্য আপনারা পুরুষেরা বিশেষ খেয়াল রাখবেন। পাশাপাশি এলাকার মা-বোনদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সর্বস্তরের জনগনের উন্নয়ন ও কল্যান হবে ইনশাআল্লাহ।
হাউলী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সলেমান মল্লিক, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসার আবুল হাসেম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সহসভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝন্টু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহবায়ক সোহেল রানা, জেলা ছাত্র দলের সভাপতি শাজাহান খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক আফজালুল হক সবুজ, হাউলী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ হাউলী ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে। বিশেষ করে চৌধুরীপাড়া, তারিনিপুর, ডুগডুগিসহ আশপাশের এলাকায় কৃষকরা ফসল পরিবহনে ভোগান্তিতে পড়ছেন। এ সমস্যা সমাধানসহ জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
পথসভা শেষে প্রধান অতিথি মাহমুদ হাসান খান বাবু দামুড়হুদার সদর ইউনিয়নের পুড়াপাড়া সার্বজনীন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে পুনরায় হাউলী ইউনিয়নের জয়রামপুর ইয়ুথ ক্লাব,ডুগডুগি, ছোট দুধপাতিলা ও বড় দুধপাতিলা গ্রামে পৃথক পৃথক নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন।



