আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব অংশগ্রহণ করেন। আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল। হাফেজ মওলানা শামছুল হক এর কোরআন তেলওয়াত এর মাধ্যমে সেমিনার এর শুরু হয়। এর পর প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন।
আলোচনায় তিনি বর্তমান বিশ্বের ডায়াবেটিস রোগের পার্দূর্ভাব, বাংলাদেশের বর্তমান অবস্থা, ডায়াবেটিস এর লক্ষণ সনাক্ত করন পদ্ধতি, চিকিৎসা সহ ডায়াবেটিস প্রতিরোধ ও প্রতিকারের সাধারণ মানুষের ভুমিকা সম্পর্কে আলোচনা করেন।
আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মেলিত ইমাম খতিব পরিষদ এর সাধারণ সম্পাদক মওলানা আকরাম হোসেন সাইরাফী। তিনি তার বক্তব্যে বলেন ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করতে ইমাম খতিব গন ভুমিকা রাখতে পারে। এটা শুধু সামাজিক নয় ইমানী দায়িত্বও।
এসময় আরো ও উপস্থিত ছিলেন- মওলানা শামছুল হক, মওলানা মারফত আলী, মওলানা রবিউল ইসলাম, মওলানা হয়রত আলী, মওলানা আব্দুল হান্নান, মওলানা মোরশেদ আলম, মওলানা মাকছুদুর রহমান, মওলানা মাহাদী হাসান, মওলানা কাজী আব্দুস সালাম।
সভাপতির বক্তব্যে রহমান মুকুল বলেন, দীর্ঘ ৫ বছর আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি এ এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও মানুষকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ আরো নেওয়া হবে। উল্লেখ আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি মাসব্যাপী বিভিন্ন সেবা মুলক কাজ করেছে।



