চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গাতে ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সরকারি কলেজের অভ্যন্তরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

জানা যায়, সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে জেলা প্রশাসকের উদ্যোগে ও স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এই ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় শতাধিক মানুষকে ফ্রি মেডিকেল চেকআপ করানো হয়। ব্লাড প্রেসার মাপা, ব্লাড সুগার মাপা, ওজন ও উচ্চতা নির্ণয় করার মত স্বাস্থ্য সেবা গুলো এখানে দেওয়া হয়। পরে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।

এসময় জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, শরীর চর্চার কার্যক্রম আপনারা অব্যাহত রাখবেন। আমি  আপনাদের জন্য ক্ষুদ্র চেষ্টা করেছি। যারা এখানে আসেন, তারা ফজরের নামাজ পড়েই আসেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী রবিবার সকালে চুয়াডাঙ্গা থেকে চলে যাবো। আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কথা  আমার মনে থাকবে।

এই ফ্রি মেডিকেল চেকআপ সকালে হাঁটতে বের হওয়া মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান প্রাতভ্রমনে বের হওয়া নারী ও পুরুষেরা। কিছুদিন অন্তর অন্তর এরকম চেকআপ ক্যাম্পেইন করার প্রতিও জোর দাবী জানান তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিদ্যুৎ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আওলিয়ার রহমান, সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, দেলোয়াড় হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, আত্মবিশ^াসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ^াস খোকন, ওস্তাদ আবদুস সামাদ, আব্দুল কাদের বাবু, আব্দুল হান্নান, মো. তিতাস, শরীফুল ইসলাম, লিটু বিশ^াস, কাজল মাহমুদও ডা. পলাশসহ শরীর প্রাত ভ্রমনে বের হওয়া নারী ও পুরুষেরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *